দপ্তরের কার্যাবলীঃ
ক)মৎস্য ও চিংড়ি চাষী এবং উদ্যোক্তাদের উন্নত প্রযুক্তিভিত্তিক মাছ ও চিংড়ি চাষের পরামর্শ ও প্রশিক্ষণ প্রদান।
খ)মুক্ত জলাশয়ের মৎস্য সম্পদ উন্নয়নের লক্ষ্যে সমাজভিত্তিক কার্যক্রম পরিচালনা এবং মৎস্য সংরক্ষন আইন বাস্তবায়ন ।
গ)মৎস্যও চিংড়ি চাষ উন্নয়নের লক্ষ্যে প্রকল্পের কারিগরি উপযোগিতা যাচাই ওপ্রকল্প প্রস্তাব প্রণয়নে সহায়তা প্রদানেরমাধ্যমে উদ্যোক্তা ও মৎস্যচাষীকে ঋণ প্রাপ্তিতে সহায়তা প্রদান।
ঘ)উন্নত জাতের পোনা সহ মাছ ও চিংড়ি চাষের বিভিন্নউৎপাদন উপকরণ সংগ্রহ ও সরবরাহে সহযোগিতা প্রদান।
ঙ)উপজেলাধীন মৎস্য সম্পদের তথ্যও উপাত্ত সংগ্রহ এবং উর্ধতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা।
চ)মৎস্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত উন্নয়ন প্রকল্পের অধীনে গৃহীত কার্যক্রম বাস্তবায়ন।
ছ)মৎস্যমাননিয়মত্রণ ব্যবস্থা কার্যকর করার লক্ষ্যে মাছ ও চিংড়ি চাষে অননুমোদিতদ্রব্যের ব্যবহার চাষীদের উদ্বুদ্ধকরণ এবং সংক্রমণের উৎস সনাক্তকরণ ওহ্যাসাপ কার্যক্রম বাস্তবায়ন।
জ)আহরণ-উত্তর মাছ ও চিংড়ি অবতরণ কেন্দ্র / ডিপো পরিদর্শন এবং সেগুলোর পরিস্কার পরিচছন্নতা রক্ষায় উদ্বুদ্ধকরণ।
ঝ)জনগণকেউন্নত প্রযুক্তি ব্যবহারে মাছ চাষে উদ্বুদ্ধ করার নিমিত্ত নতুন প্রযুক্তিহাতে-কলমে প্রদর্শনের লক্ষ্যে উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের সাহায্যেপ্রদর্শনী মৎস্য খামার স্থাপন।
ঞ)মৎস্য ও চিংড়ি চাষ এবং ব্যবস্থাপনা বিষয়ে সম্প্রসারণ সামগ্রী চাষী / মৎস্যজীবীদের মধ্যে বিতরণ।
সেবাপ্রদানকারী কর্মকর্তা/কর্মচারীঃ সহকারী মৎস্য কর্মকর্তা , ক্ষেত্র সহকারী
# যথাসময়ে সেবা পাওয়া না গেলে যার সহায়তা চাইবেনঃ উপজেলা মৎস্য কর্মকর্তা,ফোন ০৭৩২৯-৫৬১৬৮
সেবার বিবরণ ও প্রদানের সময়সীমাঃ
ক্রমিক নং | সেবাসমূহ | সেবা গ্রহণকারী (ক্লায়েন্ট) | সেবা প্রদানের সময়সীমা |
১ | মৎস্য উৎপাদন বৃদ্ধির কার্যকর ব্যবস্থা /পরিকল্পনা গ্রহণের মাধ্যমে জনগণকে পুষ্টি যোগানে সহায়তা প্রদান। | মৎস্য চাষী/উদ্যোক্ত | অফিস সময়ে |
২ | মৎস্য চাষ বিষয়ক বিষয় ভিত্তিক প্রশিক্ষণ/মত বিনিময় সভা আয়োজনের মাধ্যমে সম্প্রসারণ সেবা প্রদান। | মৎস্য চাষী /উদ্যোক্ত | অফিস সময়ে |
৩ | অফিসে আগত মৎস্যচাষীদের মৎস্য চাষ বিষয়ক পরামর্শ সেব প্রদান। | মৎস্য চাষী /উদ্যোক্ত | অফিস সময়ে |
৪ | মৎস্য চাষ সম্প্রসারণের লক্ষ্যে ব্যক্তি/ প্রতিষ্ঠানকে মৎস্য ঋণ প্রাপ্তিতে সহায়তা সেবা প্রদান। | মৎস্য চাষী /উদ্যোক্ত | অফিস সময়ে |
৫ | মৎস্য চাষের আধুনিক উপকরণ ও যমত্রপাতি সংগ্রহে সংশ্লিষ্ট জনগণকে সহায়তা সেবা প্রদান | মৎস্য চাষী /উদ্যোক্তা/মৎস্যজীবী | অফিস সময়ে |
৬ | বাণিজ্যিক ভিত্তিতে জনগণকে মাছ চাষে উদ্বুদ্ধকরণ ও কারিগরী সহায়তা সেবা প্রদান। | মৎস্য চাষী /উদ্যোক্তা/মৎস্যজীবী | অফিস সময়ে |
৭ | দেশী প্রজাতির মৎস্য সংরক্ষন ও সম্প্রসারণে সহায়তা সেবা প্রদান। | মৎস্য চাষী /উদ্যোক্তা/মৎস্যজীবী | অফিস সময়ে |
৮ | মাছ ও চিংড়ি অবতরন কেন্দ্র / ডিপো পরিদর্শন এবং সেগুলোর পরিস্কার পরিছন্নতা রক্ষায় পরামর্শ সেবা প্রদান। | অবতরন কেন্দ্র/উদ্যোক্তা/জনগণ | অফিস সময়ে |
৯ | জনস্বার্থে প্রয়োজনীয় অন্যান্য যে কোন সেবা | মৎস্য চাষী / উদ্যোক্তা/জনগণ | অফিস সময়ে |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS